প্রধানমন্ত্রীর শক্ত নির্দেশ, কোন রোহিঙ্গা পার্বত্য এলাকায় থাকবেনা : প্রতিমন্ত্রী বীর বাহাদুর

পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
প্রধানমন্ত্রীর শক্ত নির্দেশ, কোন রোহিঙ্গা পার্বত্য এলাকায় থাকবেনা, তাদেরকে কক্সবাজারে নিয়ে যাওয়া হবে,ইতিমধ্যে প্রায় নিয়ে গেছে। রোহিঙ্গাদের বিষয়ে সর্তক থাকার আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, বান্দরবানের বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিজিবির সদস্যরা কঠোর নজরদারি অব্যাহত রেখেছে,কোন রোহিঙ্গা যাতে পার্বত্য এলাকায় প্রবেশ করে কোন ধরনের সমস্যা সৃষ্টি করতে না পারে এবং অবৈধভাবে বসবাস শুরু করে পাহাড় কেটে, গাছপালা কেটে পরিবেশ বিপর্যয় সৃষ্টি করতে না পারে তার জন্য প্রশাসনের পাশাপাশি জনসাধারণকেও সচেতন থাকতে হবে। আজ রবিবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃংখলা সভায় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
সভায় এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,জেলা প্রশাসক আসলাম হোসেন,পুলিশ সুপার মো:জাকির হোসেন মজুমদার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার মো:ইয়াছির আরাফাত, মো:কামরুজ্জামান,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,তিংতিং ম্যাসহ বিজিবি,পুলিশ ,আনসার ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন