প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষে বান্দরবানে গরীব ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে বান্দরবান জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে খাবার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এমপি। এসময় ৫ শতাধিক গরীব ও অসহায় ব্যক্তিদের রান্না করা খিচুরির প্যাকেট বিতরণ করেন পার্বত্যমন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা।
এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ,সাধারণ সম্পাদক সামশুল ইসলাম,জেলা যুবলীগের আহবায়ক কেলুমং মারমা, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কাউছার সোহাগ,সাধারণ সম্পাদক জনী সুশীলসহ জেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন,দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা ও কেক কাটাসহ নানা কর্মসুচী পালন করছে আওয়ামী লীগ।