বান্দরবানে থানচি উপজেলা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি)পণ্য সুলভ মূল্যে পেয়ে খুশি পাহাড়ের মানুষের।
আজ রোববার সকালের পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানের খাদ্য অধিদপ্তরে আয়োজনে টিসিবি পণ্য বিক্রয় করা হয়। থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে টিসিবি পণ্য বিক্রয়ের অনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা: আবুল মনসুর। উপজেলা মোট ৪ টি ইউনিয়ন মধ্যে দুই ইউনিয়নবাসী এ টিসিবির পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছে।
টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা: আবুল মনসুর বলেন, সূলভ মূল্যে টিসিবি পণ্য ক্রয়ের সুযোগ করে দিয়েছে সরকার। এ সুযোগ পেয়ে পাহাড়ের সাধারন মানুষ অনেক খুশি। হত দরিদ্র অসহায় পরিবারের ক্রয় ক্ষমতা বাড়বে কারন বাজার দরের চেয়ে অনেক কম দামে বিক্রয় সেবা দিয়ে যাচ্ছে।
প্রশাসনিক কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রতি কার্ডধারী ২ লিটার সয়াবিন তৈল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি সরকারী নির্ধারিত মূল্যে মোট ৪০৫ টাকা দিয়ে কিনতে পারবেন।
উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, উপজেলা মোট দুই হাজার পাঁচশত জন উপকারভোগী কার্ডধারীরা এ পণ্য কিনতে পারবে। থানচি উপজেলার ৪টি ইউনিয়ন থাকলেও তিন্দু রেমাক্রী ব্যতিত থানচি সদর ইউনিয়নের দেড় হাজার পরিবার, বলিপাড়া ইউনিয়নের এক হাজার পরিবার মোট আড়াই হাজার পরিবার টিসিবি পণ্য কেনার সুযোগ পাবেন।
থানচি সদর ইউপি সংরক্ষিত মহিলা মেম্বার হ্লাহ্লায়ি মারমা বলেন,শৃংঙ্খলা ফেরাতে টিসিবি পণ্য বিক্রেতা ডিলারকে সহযোগীতা দিয়ে যাচ্ছি।