প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করলো বান্দরবান কৃষকলীগ
ধান চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপিকে কৃতজ্ঞতা প্রকাশ করলো বান্দরবান জেলা কৃষকলীগ।
আজ ২৪ নভেম্বর (মঙ্গলবার) সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়। এসময় কৃষকলীগ এর নেতাকর্মীরা প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ প্রদান করে। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী প্রদান করে কৃষক লীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা কৃষক লীগের সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, যুগ্ন সাধারণ সম্পাদক অভিজিত তঞ্চঙ্গ্যা, গাব্রিয়াল ত্রিপুরা, সদস্য মোঃ হুমায়ুন কবিরসহ জেলা ও পৌর কৃষকলীগের নেতাকর্মীরা।