প্রনোদনা কর্মসূচীর আওতায় কাপ্তাইয়ে কৃষি উপকরণ বিতরণ

NewsDetails_01

প্রনোদনা কর্মসূচীর আওতায় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে উপ সহকারী কৃষি কর্মকর্তা আল মাহমুদ ফারুক এর সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী।

NewsDetails_03

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বৃহস্পতিবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে ৮ শত ৫০ জন কৃষককে প্রতিজনকে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ এবং ৩ শত ৫০ জন কৃষককে প্রতিজনকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপকারীভোগী কৃষক-কৃষানি এবং কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কমকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন