প্রবারণার দ্বিতীয় দিনে ভিক্ষুসংঘ পিন্ড চরণ রোয়াংছড়িতে

বান্দরবানের রোয়াংছড়িতে বৌদ্ধদের প্রবারণা উৎসব উদযাপনের উপলক্ষে উৎসাহ উদীপনায় দ্বিতীয় দিনের আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে পিন্ডদান ও পিন্ডচরণ খায়াম্রং পাড়া বৌদ্ধ বিহার ও কানাইজো পাড়া বৌদ্ধ বিহার সহ বিভিন্ন বিহারের বৌদ্ধ ভিক্ষুগণ পিন্ড দান অনুষ্ঠানে পিন্ডাচরণ করেন।

NewsDetails_03

এসময় ঢাক-ঢোল ও সাংস্কৃতিক বাদ‍্য‍ যন্ত্রে বাজনা বাজিয়ে ব‍্যাপক উৎসাহ নিয়ে বিনম্র ও শ্রদ্ধা চিত্তে বৌদ্ধ সম্প্রদায়ের বৌদ্ধ ভিক্ষুকে পিন্ডদান করেন। এতে ছোট বড় শিশু, কিশোর ও কিশোরী, যুব ও যুবতী, নারী ও পুরুষ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে।

এ প্রবারণা অনুষ্ঠান আগামী ৯ অক্টোবর পযর্ন্ত প্রবরণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা) চলবে। প্রথম দিন যুবক ও যুবতী মিলে তৈরী করেছে হরেক রকম পিঠা ও সন্ধ্যায় ফানুস বাতি উড়ানো অনুষ্ঠান। বৌদ্ধ বিহারগুলোতে উৎসব উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এসব কথা জানান। তবে এ উৎসবকে ঘিরে ৩দিন ব‍্যাপি চলবে। থাকবে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, ফানুস উড়ানো, বিশ্বের শান্তি কামনায় হাজারো প্রদ্বীপ প্রজ্বলন ও ভিক্ষু সংঘের নিকট ধর্মীয় দেশনা শ্রবণ ও ঐহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন