প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর স্বরণে বান্দরবান প্রেসক্লাবে শোকসভা

NewsDetails_01

বিএফইউজের সভাপতি কারা নির্যাতিত মজলুম সাংবাদিক নেতা ও সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীর আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া মাহফিল ও শোকসভা করেছে বান্দরবানের কর্মরত সাংবাদিকরা।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের মিলনায়তনে এ দোয়া মাহফিল ও শোকসভা করা হয়।

NewsDetails_03

এসময় সকলে বলেন, সাংবাদিক নেতা ও সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছেন। তিনি আন্দোলন সংগ্রাম করে জেলও খেটেছেন। এসময় সকলে তার সকল গুনাহ মাফ করে বেহেশতে নসিব করার জন্য দোয়া করেন ও তার পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এসময় উপস্থিত ছিলেন বনরুপা পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল আওয়াল, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ওসমান গণি, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাংবাদিক বশর সিদ্দিকী, মিনারুল হক, নাছিরুল আলম, এইচ এম সম্রাট, জহির রায়হান, মো: ইসহাক, মো: নজরুল ইসলাম (টিটু), এন এ জাকির, এস বাসু দাশ, রাহুল বড়ুয়া ছোটনসহ বান্দরবানে কর্মরত সাংবাদিকরা।

আরও পড়ুন