প্রশাসনের কর্মকান্ডে গতিশীলতা বৃদ্ধিতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম : বান্দরবানের জেলা প্রশাসক

প্রশাসনের কর্মকান্ডে গতিশীলতা বৃদ্ধিতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম। একজন গণমাধ্যমকর্মীর সৎ ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের ফলে এলাকার অনেক বড় বড় সমস্যা সমাধান করতে প্রশাসনের সুবিধা হয়,আর যারা হলুদ সাংবাদিকতা করে প্রশাসনের তথ্য না নিয়ে বিকৃতভাবে প্রচার করে তাদের কারণে অনেকের বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়।

আজ বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে বান্দরবান জেলা প্রশাসন এর আয়োজনে বান্দরবানের গণমাধ্যমকর্মীদের সাথে প্রথম মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক শামীম আরা রিনি এমন মন্তব্য করেন।

এসময় নবাগত জেলা প্রশাসক শামীম আরা রিনি আরো বলেন, বান্দরবানে বিভিন্ন সমস্যা বিরাজমান , আর এই সকল সমস্যার সঠিক কারণ খুঁজে বের করা এবং তার প্রতিকার করতে জেলা প্রশাসন অবশ্যই আইনগত দিকটি সঠিকভাবে যাচাই করবে।

NewsDetails_03

এসময় নবাগত জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসনে বর্তমানে কর্মকর্তার সংকট আর এই সংকট এর মধ্যে সাধারণ জনগণের সেবার যাতে ঘাটতি না হয় সেজন্য সকল কর্মকর্তা-কর্মচারীরা আপ্রাণ চেষ্টা করছে।

এসময় নবাগত জেলা প্রশাসক শামীম আরা রিনি যেকোন সংবাদ প্রচারের আগে তা সঠিকভাবে যাচাই করার জন্য সকল গণমাধ্যমকর্মীদের প্রতি আহবান জানান।

এসময় মতবিনিময় সভায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.আবু তালেব, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো.আসিফ রায়হান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নবাব আলী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মো.ওসমান গণি, সহ-সভাপতি নাছিরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: শামীম আরা রিনি গত ১৩ জানুয়ারী (সোমবার) বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন আর জেলার উন্নয়নে তিনি জেলার গণমাধ্যম কর্মীদের সাথে প্রথম মতবিনিময় করেন।

আরও পড়ুন