প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার সময় বাড়লো

মাটিরাঙ্গায় বিজিবির সাথে গ্রামবাসীর সংঘর্ষ

NewsDetails_01

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গত মঙ্গলবার বিজিবির সাথে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার সময় বাড়ালো জেলা প্রশাসন। আজ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও ঘটনাস্থলে থাকা বিজিবি সদস্যদের বক্তব্য নিতে না পারায় তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় আগামী ১২ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

NewsDetails_03

আগামী ১১ মার্চ মাটিরাঙ্গা উপজেলা পরিষদে ঘটনাস্থলে থাকা বিজিবি সদস্যদের বক্তব্য গ্রহণ শেষে ১২ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

গত মঙ্গলবার মাটিরাঙ্গার গাজীনগরে গাছ কাটা নিয়ে বিজিবির সাথে সংঘর্ষের ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হয়। এরমধ্যে এক বিজিবি সদস্যও রয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার রেজাউল করিমকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন