প্রাকৃতিক দূর্যোগ বিষয়ে কাপ্তাই তথ্য অফিসের আলোচনা সভা

প্রাকৃতিক দূর্যোগ বিষয়ে কাপ্তাই তথ্য অফিসের আলোচনা সভা
প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ,বিভিন্ন সেক্টরে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা,টেকসই উন্নয়নের লক্ষ্যসমুহ(এসডিজি) এবং মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ, প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে রাঙামাটি জেলার কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা,উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠান আজ( মঙ্গলবার) ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন এবং তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংচুইসাইন চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম,কাপ্তাই থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো: নুর,৫ নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তংচংগ্যা, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তংচংগ্যা। আলোচনার শুরুতে বিষয়ের উপর মূল প্রবন্ধ পাঠ করেন কাপ্তাই তথ্য কর্মকর্তা মো: হারুন। সমাবেশে ওয়াগ্গা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, কার্বারী, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক,অভিভাবক এবং বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী অংশ নেন। অনুষ্ঠানে কাপ্তাই তথ্য অফিসের শিল্পী রফিক আশেকী,বসু মল্লিক,শিমলা ভট্রাচার্য, মো: হোসেন এবং অভিরাম দাশের পরিবেশনায় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড বিষয়ক চলচ্চিত্র প্রদর্শিত হয়।

আরও পড়ুন