প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ স্তর

NewsDetails_01

matiranga-news-pic-copyপ্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাকে শিক্ষাজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর উল্লেখ করে মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল হারুন বলেন, এ পরীক্ষার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের ভীত রচিত হয়। তাই শিক্ষাজীবনের এ স্তরটিকে ভিত্তির সঙ্গে তুলনা করা হয়ে থাকে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা উপলক্ষ্যে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

NewsDetails_03

মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: নুরুল আমিন নুরু‘র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কৃষ্ণ লাল দেবনাথ ও মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী মো: আবদুর রশিদ। মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি মো: সাইদুর রহমান মাষ্টার, বিদ্যালয় কমিটির সহ-সভাপতি মো: হাসানুল হক বাছরী প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল মালেক স্বাগত বক্তব্য রাখেন।

এ পরীক্ষার ভালো ফল জীবনকে সাফল্যের পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে এমন মন্তব্য করে মোহাম্মদ রায়হানুল হারুন এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের কাঙ্খিত সাফল্য কামনা করেন। আত্মবিশ্বাস আর মনোবল নিয়ে পরীক্ষায় অংশগ্রহনের আহবান জানান তিনি।

অনুষ্ঠানে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল হারুন।

আরও পড়ুন