বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নূর হোসেন চৌধুরীর সভাপতিত্বে রবিবার দিবাগত রাতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর আলম। এতে বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুছা ফারুকী, যুগ্ন-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা, যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তফা জামাল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর চৌধুরী, আওয়ামীলীগ নেতা বিজয় আইচ প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। সম্মেলনের উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইসমাইল। সম্মেলনে সভাপতি পদে- নূর হোসেন চৌধুরী। সহ-সভাপতি পদে- খায়রুল বশর ও এনাম কুতুবী।
সাধারণ সম্পাদক পদে- মো. হোসাইন মামুন। যুগ্ন-সাধারণ সম্পাদক পদে- মাঈনুর ইসলাম ও ফারুক আহমদ। সাংগঠনিক সম্পাদক পদে- কুতুব উদ্দিন। যুগ্ন-সাংগঠনিক সম্পাদক পদে- ওয়াহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে- কাজী বেলাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে- কাজী আনোয়ার হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক পদে- উথোয়াই প্রæ মার্মা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে- ডা. আজিজুল হক, শ্রম বিষয়ক সম্পাদক পদে- আমির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক পদে- নেয়ামত উল্লাহ নির্বাচিত হন।
আগামী ১৫ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে নির্বাচিত আংশিক কমিটি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইসমাইল ও সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা অনুমোদন দেন।