ফাইতং ইউনিয়নের ধুইল্যাছড়ি সমাজ পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

NewsDetails_01

নতুন কমিটি
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ধুইল্যাছড়ি সমাজ পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সমাজপতি পদে মোহাম্মদ ইদ্রিছ, সাধারন সাম্পাদক ওয়াহিদুল ইসলাম ও কোষাধ্যক্ষ পদে মো. আবু তালেব নির্বাচিত হন।
গত শুক্রবার বিকালে ধুইল্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপস্থিত সকলের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংগঠনের উপদেষ্টা কমিটির সভাপতি শেখ এইচ.এম. আহসান উল্লাহ জানান, অনেক প্রতিকূলতার মধ্যদিয়ে সমাজ পরিচালনা কমিটিটি সম্পন্ন হয়েছে। নব গঠিত ১০৫ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দরা আগামী দুই বছর সমাজ পরিচালনার দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন