ফিফার দর্শক জরিপে সেরা গোল ‍‍‘ম্যাজিকাল চাকমা‍’ মনিকার

NewsDetails_01

বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়ির কিশোরী মনিকা এখন আর বিশ্বের কাছে অচেনা কোনো মুখ নয়। বরং বলা চলে সুদীর্ঘ সময় ধরে ধুকতে থাকা বাংলাদেশ ফুটবলের জন্য নতুন উজ্জীবনী শক্তি হিসেবে বিশ্ব নন্দিত এখন মনিকা।

হবেনই বা না কেন! বঙ্গমাতা অনুর্ধ্ব-১৯ আন্তর্জাতিক নারী গোল্ডকাপের সেমিফাইনালে মঙ্গোলিয়ার বিরুদ্ধে করা তার সেই অনবদ্য গোলটি যে এখন ফিফা দর্শক জরিপে সপ্তাহের সেরা গোলের তালিকায় সগর্বে ঠাই করে নিয়েছে!

গত ৩০ এপ্রিল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে করা মনিকার সেই গোলে রীতিমত স্তব্ধ করে দিয়েছিল গোটা স্টেডিয়ামকে। এরপরই উচ্ছাসিত উল্লাসের উপলক্ষ হয়ে ব্যাপক সাড়া ফেলে দেয় সেই গোল। আর এবার তো দেশের জন্য মনিকা রীতিমতো বিরল এক সম্মান নিয়ে এলেন।

NewsDetails_03

এতো বড় অর্জনের পরে শান্ত সুবোধ মনিকার মন্তব্য, ‘আমি রেকর্ডের জন্য খেলি না। আমি দেশের জন্য খেলি। দেশের জন্য আমি এমন আরও অনেক গোল করতে চাই।’

দেশবাসীরও একই প্রত্যাশা। খাগড়াছড়ির কিশোরী মনিকা আজ বিশ্বের বিস্ময়! এক গোলেই বিশ্ব ফুটবলের কর্ণধার ফিফার দরজায় জোর কড়া নেড়ে দিয়েছেন বাঘিনী মনিকা।

এবার দেখার পালা তার এই অর্জনের অনুপ্রেরণায় নতুন প্রাণের সঞ্চার হয় কি না দেশের হারিয়ে যাওয়া ফুটবল ঐতিহ্যের বুকে।

ফিফার দর্শক জরিপে সপ্তাহের সেরা গোল করা ‘ম্যাজিকাল চাকমা’ মনিকার করা সেই গোলের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন