ফিলিস্তিনিদের হত্যা ও হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন
ফিলিস্তিনীদের উপর ইসরাইলের গণহত্যা বন্ধ ও মাসজিদুল আক্বসার পবিত্রতা রক্ষার দাবীতে রাঙামাটিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ।
আজ রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা শরীয়ত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি কাজী মুজিবুর রহমান।
এছাড়া মানববন্ধনে অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক, সহ সাধারণ সম্পাদক মাওলানা উমর আলী, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল সেলিম, রাঙামাটি বায়তুশ শরফের সুপার মাওলানা শামসুল আরেফিনসহ বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন,‘সারা বিশ্বের মুসলিমগণ ইসরায়েলের এই নির্যাতন অবশ্যই প্রতিহত করবে। প্রতিটি শান্তিকামী মানুষ ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আছে এবং থাকবে। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের জনগণের পক্ষে ছিল, আছে এবং থাকবে।