ফিলিস্তিনে হামলার প্রতিবাদে রুমায় বিক্ষোভ
ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ নারী, শিশু ও সাধারন জনগণের উপর বর্বর ও নির্মম হামলার প্রতিবাদে বান্দরবানের রুমা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আমরা সবাই ভাই ভাই, মানব হত্যার বিচার চাই” এ শ্লোগানকে সামনে রেখে রুমায় সম্মিলিত মুসলিম জনতা ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। আজ শুক্রবার (২০অক্টোবর) বিকাল দুইটায় রুমা বাজারে হেটেল হিলটনের সামনে প্রাঙ্গণে এ সংহতি সমাবেশ আয়োজন করে।
রুমা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য দেন জগলুল মাদ্রাসার অধ্যক্ষ ও রুমা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হোজাইফা, রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা, উ নাইন্দিয়া ভিক্ষু, আ.লীগের নেতা আবু সিদ্দিক, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ শাহজাহান, মুরাদ হাসান।
এর আগে জুম্মা নামাজের পরপর জগলুল মাদ্রাসা প্রাঙ্গন থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রুমা বাজার সহ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রুমা বাজারে হোটেল হিলটন আবাসিক ভবনের সামনে সমাবেত হয়।
এই সমাবেশ থেকে বক্তারা-অনতিবিলম্বে মজলুম ফিলিস্তিনের অবুঝ শিশু, নারী, স্কল, হাসপাতালসহ সাধারণ জনবসতিতে বরবতা ইসরায়েলীদের আগ্রাসী হামলা বন্ধ করার জন্য জাতিসংঘের উদাত্ত আহবান জানিয়েছেন।