ফুটবল খেলার ট্রফি ভেঙ্গে আলোচনায় আলীকদমের ইউএনও

গরু পাচার সিন্ডিকেট বিষয়টি সামনে নিয়ে আসেন !

বান্দরবানের আলীকদম ইউনিয়নে একটি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের জন্য আনা ট্রফি (কাপ) ইউএনও কর্তৃক ভেঙে ফেলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় এখন বেশ আলোচনায় আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ২নং চৈক্ষং ইউনিয়নের রেপারপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্বাধীন যুব সমাজের উদ্যোগে আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আবাসিক জুনিয়র একাদশ বনাম রেপার পাড়া বাজার একাদশ দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রধান অতিথি আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম খেলায় সমাপনী বক্তব্যে এবং পুরস্কার বিতরণ করার এক পর্যায়ে স্থানীয় দর্শকদের ওপর ক্ষিপ্ত হয়ে ট্রফি (কাপ) ভেঙে ফেলেন।

এই বিষয়ে রেপার পাড়া এলাকার বাসিন্দা নুর সালাম জানান, তিনি প্রশাসনের কর্মকর্তা হয়ে ট্রফি ভেঙ্গে খেলার এতো সুন্দর পরিবেশটা নষ্ট করেছেন, এই ঘটনা থেকে ক্রিড়ামোদীরা কি শিখবে।

এবিষয়ে খেলার বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, ৭০ মিনিটের এই খেলায় কোনো দলের গোল না হওয়ার কারণে রেফারী টাইব্রেকার এর সিদ্ধান্ত নেয়। ৪টি ট্রাইব্রেকারে আবাসিক জুনিয়র ৩-১ গোলে রেপার পাড়াকে হারায়।

তিনি আরো বলেন, এটা নিয়ে ইউএনও উপস্থিত দর্শকদের বলেন, খেলার হার- জিত থাকবে, এতে কারো মন খারাপের কারণ নেই। তিনি তখন দর্শকদের কাছে খেলার ফলাফলে সন্তুষ্ট কিনা জানতে চাইলে কয়েকজন খেলার ফলাফলে মানি না বলাতে ইউএনও ক্ষিপ্ত হয়ে খেলার চ্যাম্পিয়ন এবং রানার্স আপ কাপ (ট্রফি) ভেঙে ফেলেন। ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক করতে ইউএনওকে ঘটনাস্থল থেকে চলে যেতে অনুরোধ করি।

NewsDetails_03

তবে অনেকে মনে করছে, আলীকদম উপজেলায় মিয়ানমার থেকে আনা চোরাই গরু পাচার সিন্ডেকেট গড়ে উঠে। আর এই সিন্ডিকেটে উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির সিনিয়র নেতারাও জড়িত। এই ইউএনও যোগদানের পর থেকে একের পর চোরাই গরু বহনকারী ট্রাক আটক করে গরু জব্দ ও জেলা-জরিমানা আদায় করেন। আর এই ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ইউএনওকে বিব্রত করতেই ট্রফি ভাঙ্গার বিষয়টি সামনে নিয়ে আসেন কেউ কেউ।

এই ব্যাপারে আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, অতি দ্রুত সময়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অন্যত্র বদলী করা হোক, অন্যথায় জনগন আন্দোলনে যাওয়ার সম্ভবনা আছে।

এদিকে সাফ চ্যাম্পিয়নশীপে জয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দলের সাফল্য নিয়ে দেশের মানুষ যখন আনন্দে মাতোয়ারা, ঠিক তখন এই ঘটনা ঘটার কারনে শুধু আলীকদম নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিড়ামোদীসহ পুরো জেলার মানুষ ইউএনও এর এই ধরণের ঘটনার ব্যাপক সমালোচনা করেন।

এবিষয়ে জানতে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নম্বরে বার বার যোগাযোগ করার চেষ্টা করলেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল মেহরুবা ইসলাম বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন।

আরও পড়ুন