ফের আটক হয়েছে রাঙামাটির মাদক সম্রাট বাদশা। অভিযান চালিয়ে শহরের হ্যাপীর মোড় এলাকা থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বাদশা আলম (৬০) নামে রাঙামাটির এই মাদক সম্রাটকে গ্রেফতার করেছে রাঙামাটি মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। আজ শুক্রবার ভোর ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ইতোপূর্বে ওই মাদক কারবারীর বিরুদ্ধে কয়েকটি মাদক মামলা রয়েছে, আটকও হয়েছেন একাধিকবার। জামিনে বেরিয়ে আসলেও সবকটি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি ইউনিটের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান শরীফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক জসিম উদ্দিনের নেতৃত্বে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক সম্রাট বাদশাকে গ্রেফতার করতে স্বক্ষম হই। গ্রেফতারকৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে শুক্রবার কোর্টে প্রেরণ করা হয়েছে।