ফের কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের ১৬ টি জলকপাট খুলে দেওয়া হলো

NewsDetails_01

গত ৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট বন্ধ করে দেওয়া পর গত কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিতে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি বাড়ায় ফের আজ শনিবার(১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা হতে কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলে দেওয়া হয়েছে।

NewsDetails_03

এতে প্রতি সেকেন্ড এ ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে গিয়ে আছঁড়ে পড়ছে। সন্ধ্যা ৬ টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির লেভেল ১০৮.৫৫ ফুট মীন সি লেভেল। আজ সন্ধ্যা ৬ টা ৩ মিনিট এ বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের।

প্রসঙ্গত: গত ২৫ আগস্ট সকাল ৮ টায় প্রথম ধাপে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে পানি কমে আসায় গত ৯ সেপ্টেম্বর ১৬ টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন