বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করা হবে বলে জানান বক্তারা।
শুক্রবার বিকাল সাড়ে ৫টা যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান রোয়াংছড়ি বাজার মাল্টিপারপাস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি পুরুকান্তি তঞ্চঙ্গ্যা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি চহ্লামং মারমা। পরে প্রধান অতিথি নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ালীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও অবসর প্রাপ্ত শিক্ষক মংপু মারমা,যুগ্ন সাধারণ সম্পাদক ধীরেন ত্রিপুরা,সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম সোবহান,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রীতিময় তঞ্চঙ্গ্যা,ছাত্রলীগ সভাপতি সুমনজয় তঞ্চঙ্গ্যা প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।