ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান এর জার্সি উন্মোচন

purabi burmese market

বান্দরবান শহরের রাজার মাঠে শুরু হওয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহন করা ক্রিড়া সংগঠন ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান এর জার্সি উন্মোচন করা হয়েছে।

আজ শুক্রবার (২৬ মে) শহরের মধ্যমপাড়ায় ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান এর খেলোয়াড়দের জন্য জার্সি উন্মোচন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কেটে এই জার্সি উন্মোচন করেন, অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা’র সম্পাদক সাদেক হোসেন চৌধুরী।

এসময় ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান এর উপদেষ্টা পুলু মারমা, সভাপতি লুসাইমং মারমা, সহ- সভাপতি অংম্যা, সাধারণ সস্পাদক হ্লাথোয়াইচিং মারমা, সভানেত্রী উমে মারমা, সহ- সভাপতি উবাসিং মারমা সহ ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান এর সদস্য, অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা’র নির্বাহী সম্পাদক এস বাসু দাশ, যুবলীগ নেতা রানা চৌধুরী ও আসিফ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।