মানববন্ধনে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরী, ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীল, সহ সভাপতি ইসমাইল হোসেন, সাইফুদ্দিন হারুন, পৌর ছাত্রলীগের সদস্য সচিব কাজী আশরাফ হোসেন আশুসহ অনেকে। পরে তারা জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এর হাতে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে স্বারকলিপি প্রদান করেন।
এদিকে পাহাড়বার্তার লামা, আলীকদম,রোয়াংছড়ি ও নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি জানান, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির একই দাবীতে উপজেলাগুলোতে মানববন্ধন করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় শত শত ছাত্রলীগ নেতাকর্মী ছাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।