জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় অনলাইনে দেশব্যাপী বঙ্গবন্ধুকে নিয়ে গান, আবৃত্তি এবং ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় রাঙ্গামাটি জেলায় প্রথম হয়েছে কাপ্তাইয়ের অর্নব দে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় উপজেলা পর্যায়ে গান, আবৃত্তি এবং ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক বিভাগে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় কাপ্তাই চন্দ্রঘোনা বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র অর্নব দে উপজেলা পর্যায়ে প্রথম হওয়ার পর রাঙ্গামাটি জেলা পর্যায়ে প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেন।
অর্নব এর পিতা দিলীপ কুমার দে গ্রামীণ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা এবং মাতা বুলবুলি দে চন্দ্রঘোনা বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন।
এদিকে অর্নব দে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান তাকেসহ জেলা পর্যায়ে কাপ্তাই উপজেলা হতে অন্যান্য বিষয়ে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।