বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাঙামা‌টি‌তে বিক্ষোভ

purabi burmese market

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাঙামা‌টি‌তে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা যুবলীগ এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

বিক্ষোভ মিছিলটি শহরের পৌরসভা চত্তর থে‌কে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের সাম‌নে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হয়েছে। এমন ন্যক্কারজনক কাজ এ জাতি কখনও মেনে নিবে না। এ সকল কাজের সঙ্গে যারা জড়িত তাদের এ দেশের মাটিতে থাকার কোনো অধিকার নেই। এ সকল নব্য রাজাকারদের দেশ থেকে উচ্ছেদ করতে হবে।

তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের রাজাকার, একাত্তারের হায়েনা আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

dhaka tribune ad2

সমা‌বে‌শে রাঙামাটি জেলা যুব লীগের সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দীন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো শাহজাহান, রাঙামাটি শ্রমিকলীগের সভাপতি শামসুল আলম, মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন প্রমুখ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।