বয়স ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ডকাপে রাঙামাটি পৌরসভা ও বঙ্গমাতা গোল্ডকাপে কাউখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
রবিবার (২০ জুন) বিকেলে রাঙামাটি মারী স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের জেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি অাসনের সাংসদ দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মারুফ অাহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিউল অাজম, সদর উপজেলার ভাইসচেয়ারম্যান নাসরিন ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মোঃ অাফাজ উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
জেলা পর্যায়ের ফাইনালে বালক বিভাগে রাঙামাটি পৌরসভা ১-০ গোলে রাঙামাটি সদরকে এবং বালিকা বিভাগে কাউখালী উপজেলা ২-০ গোলে জুরাছড়ি উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। জেলা পর্যায়ের সেরা গোলদাতা নির্বাচিত হন রাঙামাটি সদরের ইমন জ্যোতি চাকমা ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাঙামাটি পৌরসভার মোঃ সাকিব।