বঙ্গবন্ধু ফুটবলে বাঘাইছড়ি, বঙ্গমাতাতে কাউখালী চ্যাম্পিয়ন
রাঙ্গামাটিতে জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ফুটবলে বাঘাইছড়ি ও বঙ্গমাতাতে কাউখালী চ্যাম্পিয়ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯জানুয়ারি) বিকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে প্রতিযোগিতার বঙ্গবন্ধু ফুটবলের বালক বিভাগে বাঘাইছড়ি ৩-০ গোলে নানিয়ারচর উপজেলাকে এবং বঙ্গমাতার বালিকা বিভাগে কাউখালী ১-০ গোলে বাঘাইছড়িকে পরাজিত করে।
ফাইনাল শেষে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসাবে বিজয়ী এবং বিজীতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাইন উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিনয় চাকমা ও রবিউল হোসেন উপস্থিত ছিলেন।