বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার অভিভাবক। পার্বত্য এলাকার উন্নয়নের দায়িত্ব জননেত্রী শেখ হাসিনা নিয়েছেন বলেই আজ পার্বত্য এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড সাধিত হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফের নৌকা প্রতিকে ভোট দেয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। আজ মঙ্গলবার সকালে জেলা সদরের লাইমী পাড়া এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্ভোধন কালে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে পাহাড়ের ব্যাপক উন্নয়ন হচ্ছে। পার্বত্য অঞ্চলের প্রত্যেক পাড়া ও গ্রামে এখন স্কুল-কলেজ, মন্দির, মসজিদ ও গীর্জা নির্মাণ হচ্ছে। ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর শান্তিচুক্তির ফলে পার্বত্য এলাকায় আজ শান্তি স্থাপিত হয়েছে আর পার্বত্য এলাকার জনসাধারণ সুখে শান্তিতে বসবাস করছে ।
মঙ্গলবার সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২ কোটি ৯ লক্ষ টাকা ব্যয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সদর উপজেলার গ্যাজমানি পাড়া (বম পাড়া) কমিউনিটি সেন্টার, গ্যাজমানি পাড়া বাজার শেড, গ্যাজমানি পাড়ার অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ এবং লাইমী পাড়ায় আর.সি.সি রাস্তা নির্মাণ ও লাইমী পাড়া কমিউনিটি সেন্টার এবং ফারুক পাড়ায় দ্বিতল কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল বম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছিন আরাফাত, সাবেক নির্বাহী মোঃ আব্দুল আজিজ, সহকারি প্রকৌশলী তুসি চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী অমল কান্তি দাশ, ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, ফারুকপাড়ার র্কাবারি খারসিম বম, সুয়ালক ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার লালহাই বম, গ্যাজমানি পাড়ার র্কাবারি ভানমুন বম সহ গ্যাজমানি পাড়া ও ফারুকপাড়ার বাসিন্দারা।
উদ্বোধন পর্ব শেষে ফারুখ পাড়ায় দ্বিতল কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্টানের শেষ পর্যায়ে বম কালচারাল গ্রুপের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।