বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি পেলেন রাঙামাটির ১০ শিক্ষার্থী
ক্রীড়াক্ষেত্রে কৃতিত্ব অর্জন করায় `বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি ২০২৩’ পেয়েছেন রাঙামাটি জেলার ১০ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়ায় বিশেষ পারদর্শিতা প্রদর্শনকারীদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন প্রথমবারের মতো এ বৃত্তি প্রদান করে।
আজ সোমবার (২৭ নভেম্বর) রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিজয়ীদের হাতে চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হান্নান উপস্থিত ছিলেন।
এদিন মনোনীত প্রত্যেক খেলোয়াড়ের হাতে এককালীন ২৪ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।