বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন ফুটবল টিম।

সোমবার (৩১ মে) বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দৌছড়ি ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলা শেষে টূর্ণামেন্টে অংশগ্রহনকারী দল সমূহকে পুরুস্কৃত করা হয়।

NewsDetails_03

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি এবং প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি ঊপজেলা পরিষদের চেয়ারম্যন অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলাওয়াই মারমা, ভাইস চেয়ারম্যন (মহিলা) শামীমা আক্তার, উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন