বঙ্গবন্ধু ১ম বিভাগ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন রফিক স্মৃতি ক্রিকেট ক্লাব
টানা পাঁচ ম্যাচ জিতে বঙ্গবন্ধু ১ম বিভাগ ক্রিকেট লীগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রফিক স্মৃতি ক্রিকেট ক্লাব। লীগে এটি তাদের তৃতীয় শিরোপা। চ্যাম্পিয়ন রফিক স্মৃতির অর্জিত পয়েন্ট ১৫। ১২ পয়েন্ট নিয়ে রানার আপ হয়েছে প্রতিভা ক্রিকেট ক্লাব।
আজ মঙ্গলবার রাঙামাটি মারী স্টেডিয়ামে লীগের শেষ খেলায় রফিক স্মৃতি ক্রিকেট ক্লাব (২৪২/৮) অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ কনফিডেন্স ক্রিকেট একাডেমীর (৯৯/১০) বিরুদ্ধে ১৪৩ রানে জয়লাভ করে। রফিক স্মৃতির লেমন সেরা খেলোয়ার, জুয়েল দাশ সেরা ব্যাটসম্যান ও ইমরান বাবু সেরা বোলার নির্বাচিত হন।
সমাপনী দিনে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিউল আজম প্রমূখ উপস্থিত ছিলেন।