বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ এখন বিশ্বের ঐতিহাসিক দলিল – ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এখন বিশ্বের ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃত। বিশ্ব দরবারে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এখন অনেক গুরুত্বপূর্ণ।
মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে ৯ টি মূলমন্ত্র ছিল, যার উপর ভিত্তি করেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পূর্ণতা লাভ করে।

রবিবার সকাল ১১টায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনাসভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্য ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি এসব কথা বলেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, দিনাজপুর ১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোঃ মোদদাছছের হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের প্রাক্তণ সভাপতি সুনিল কান্তি দে প্রমূখ।

ধর্মপ্রতিমন্ত্রী আরো বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫০ বছরেও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ হয়নি। এখনো বিএনপি- জামাত জোট স্বাধীনতা বিরোধীদের সাথে আতাত করে বর্তমান সরকারের বিরুদ্ধে দেশ বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। পাশাপাশি ষড়যন্ত্রকারীরা মহান স্বাধীনতার সঠিক ইতিহাস বিকৃত করার অপপ্রয়াসে লিপ্ত। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনাসভা শেষে ৭ মার্চ উপলক্ষে আয়োজিত ২ দিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণী করেন অতিথিবৃন্দ।

এর আগে ধর্ম প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অায়োজিত সেমিনারে অংশগ্রহন করেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।