বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেইমস কারাতে প্রতিযোগীতার ফলাফল

NewsDetails_01

জমকালো আয়োজনে বান্দরবানে শুরু হয়েছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের কারাতে প্রতিযোগিতা। আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে বেলুন উড়িয়ে ৩ দিন ব্যাপী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কমিউনিটি হল রুমে কারাতে ইভেন্টের উদ্বোধন ঘোষণা করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক ক্যশৈহ্লা, বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক, পুলিশ সুপার জেরিন আখতার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর।

এবারের কারাতে ইভেন্টে দেশের ৪০টি দল অংশ নিয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রতিযোগিতা থেকে ভবিষ্যত তারাকাদের খুঁজে বের করতে এই খেলার আয়োজন করেছে বাংলাদেশ অলম্পিক এসোসিয়েশন ও বাংলাদেশ কারাতে ফেডারেশন।

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেইমস কারাতে প্রতিযোগীতার উদ্বোধনী দিনের ফলাফল জেনে নিন

একক কাতা (পুরুষ)
স্বর্ণ- মো: হাসান খান (বাংলাদেশ আনসার ও ভিডিপি)।
রৌপ্য- মো: সাহাবুল (বাংলাদেশ সেনাবাহিনী)।
তাম্র- জান্নাতুল নাইম (ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা)।
তাম্র- প্রশান্ত বিশ্বাস (নারায়নগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা)।

দলগত কাতা (পুরুষ)
স্বর্ণ- (বাংলাদেশ আনসার ও ভিডিপি), মো: হোসেন খান, মো: হাসান খান, সৈয়দ নুরুজ্জামান।
রৌপ্য- (বাংলাদেশ সেনাবাহিনী), মো: আরিফ হোসেন, মো: মনোয়ার হোসেন বাপ্পি, মো: শাহেদ আহমেদ।
তাম্র- (নারায়নগঞ্জ জেলা), প্রশান্ত বিশ্বাস, বিজয় মুর্ম,রাব্বি ইসলাম।
তাম্র- (বান্দরবান জেলা) উথোরাই ম্রো, ভেংলন ম্রো, মাংওয়াই ম্রো।

NewsDetails_03

৫০ কেজি কুমিতে (পুরুষ)
স্বর্ণ- সবুজ মিয়া (বাংলাদেশ সেনাবাহিনী)।
রৌপ্য- মো: আসিফ আলী (বিকেএসপি)।
তাম্র- হোসাইন মোহাম্মদ নাইম (বাংলাদেশ আনসার ও ভিডিপি)।
তাম্র- মো: সাখাওয়াত হোসেন (গোপালপুর জেলা ক্রীড়া সংস্থা)।

৫৫ কেজি কুমিতে (পুরুষ)
স্বর্ণ- মোস্তাফা কামাল (বাংলাদেশ আনসার ও ভিডিপি)।
রৌপ্য- মো: জুনায়েদ ( বাংলাদেশ সেনাবাহিনী)।
তাম্র- মো: ফরহাদ হোসেন (গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা)।
তাম্র- ইমরুল হক নিশান (চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা)।

একক কাতা (মহিলা)

স্বর্ণ- নুমে মারমা (বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা)।
রৌপ্য- হোমায়রা আক্তার অন্তরা ( বাংলাদেশ আনসার)।
তাম্র- ইলিক মারমা (কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা)।
তাম্র- কারিমা খাতুন (বাংলাদেশ সেনাবাহিনী)।

দলগত কাতা
স্বর্ণ-(বাংলাদেশ সেনাবাহিনী) কারিমা খাতুন, জান্নাতুর নুর জিতু, আগাতা সরেণ।
রৌপ্য-(বাংলাদেশ আনসার) জান্নাতুল ফেরদৌস সুমী, হোমায়রা আক্তার অন্তরা, সানজিদা সিদ্দিকা শোভা।
তাম্র-(রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা) শান্তনা সরেণ, রুনা সরেণ, জয়ন্তি বিশ্বাস।
তাম্র-(বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা) নুমে মার্মা, ফুং রুই ম্রো, রুই তুম ম্রো।

৪৫ কেজি কুমিতে (মহিলা)
স্বর্ণ-(বাংলাদেশ সেনাবাহিনী) সায়েমা জামান।
রৌপ্য-(বাংলাদেশ আনসার ও ভিডিপি) নাইমা খাতুন।
তাম্র-(চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা) কেয়া খাতুন।
তাম্র-(বিএফডিসি) মনিকা রহমান।

৫০ কেজি কুমিতে (মহিলা)
স্বর্ণ-(বাংলাদেশ সেনাবাহিনী) মাউন জেলা বর্ণা।
রৌপ্য-(ঢাকা জেলা ক্রীড়া সংস্থা) আশা খাতুন।
তাম্র-(বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা) নুমে মারমা।

আরও পড়ুন