আজকের পত্রিকার বান্দরবান প্রতিনিধি বদরুল ইসলাম মাসুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বান্দরবান পার্বত্য জেলা পষিদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ।
রবিবার (১১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।

গতকাল শনিবার রাত ১০টার দিকে বাসায় থাকার সময় হঠাৎ অসুস্থতা বোধ করলে তাঁকে স্থানীয় সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান বলে জানান তাঁর বড় ভাই বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু।
বদরুল ইসলামের বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, মেয়েসহ অনেক স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্বজন, বন্ধু ও গুণগ্রাহী মহলে শোকের ছায়া নেমে আসে।