বান্দরবানে হেডম্যান কারবারি সম্মেলনে রোয়াংছড়ি উপজেলার হেডম্যান হ্লা থোয়াই রি বলেন, বন বিভাগ বিভিন্ন সৃজনের নামে বান্দরবানের ৪৫টি মৌজাতে এক লক্ষ হেক্টরের অধিক সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করেছে । আর এই ঘোষণার কারণে আজকে মৌজাবাসীরা জুম চাষ, বিভিন্ন ফসল-ফলাদি উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে এবং ভূমি প্রাপ্যতা থেকে বঞ্চিত হচ্ছে । তাই যেসব মৌজাতে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে তা আদিবাসীদের জীবন-জীবিকার কথা চিন্তা করে অবমুক্ত করা সময়ের দাবি ।
শনিবার দুপুরে বান্দরবানের অরুণসারকী টাউনহলে হেডম্যান-কারবারী সম্মেলনের তিনি এসব কথা বলেন । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্কেল চীফ বোমাংগ্রী উচপ্রু চৌধুরী। আরও উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খন্ডকার মো. শাহিদুল এমরান, জেলা জজ হ্লামং রাখাইন ও পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ।