বন সম্পদ ধংসের কারণে পাহাড়ে ঝিরির পানি শুকিয়ে গেছে

purabi burmese market

মালিকানা গাছ কাটতে একটি নির্ধারিত জায়গায় জোত পারমিট হয়ে থাকে। তবে বিভিন্ন পাহাড়ে-জঙ্গলে প্রাকৃতিকভাবে বেড়ে উঠা গাছগুলোও কেটে নিয়ে যায় ব্যবসায়িরা। এতে বন সম্পদ ধংসের কারণে পাহাড়ে ঝিরির পানি শুকিয়ে গেছে। ফলে গাছ ব্যবসায়িদের বনদস্যু বলে মন্তব্য করেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা এসব কথা বলেন।

তিনি বলেন, গাছ ব্যবসায়ি নামে বনবস্যুদের বন উজাড়ের কারণে পানি সংকট তৈরির অন্যতম কারণ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, রেমাক্রীপ্রাংসা চেয়ারম্যান জিরা বম, গালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো, রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, রুমা থানার এসআই সমীর দাশ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা ভবতোষ দাশ।

উপজেলা সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ দিদারুল আলম তাঁর সমাপনী বক্তব্যে বলেন, পাহাড়ে পানি সংরক্ষণের জন্য বন জঙ্গল নিধনযজ্ঞ প্রতিরোধে স্থানীয়দের আগে সচেতন হতে হবে।

dhaka tribune ad2

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক র‌্যালি বের করা হয়। এতে সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।