বরকলের ভূষণছড়া ইউপি মেম্বারদের শপথ গ্রহণ

বরকলের ভূষণছড়া ইউপি মেম্বারদের শপথ গ্রহণ
বরকলের ভূষণছড়া ইউপি মেম্বারদের শপথ গ্রহণ
রাঙামাটির বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ১২ জন সদস্যের মধ্যে ৫ জন সদস্য শপথ গ্রহণ করেছেন। গত সোমবার বরকুল উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ সুমনা আক্তার এর কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
শপথ গ্রহণকারীরা হলেন মেম্বাররা হলেন, ৮ নং ওয়ার্ড সদস্য আব্দুল জলিল, ৬ নং ওয়ার্ডের সদস্য রুহুল আমিন, ৭ নং ওয়ার্ডের আবু ছৈয়দ, ৫ নং ওয়ার্ডের মোঃ সবুর তালুকদার এবং সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ডের মমতাজ সিদ্দিক। বাকি ৭জন সদস্য উপস্থিত না থাকায় তাদের শপথ গ্রহণ হয়নি বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।
উল্লেখ্য, গত ৪ জুন বরকল উপজেলা ভূষণছড়া ইউনিয়ন পরিষদ নিবার্চন অনুষ্ঠিত হয়। এতে চেয়্যারম্যান প্রার্থী ছিলেন মোঃ মামুনুর রশিদ মামুন এবং অপার প্রার্থী ছিলেন দিলীপ কুমার চাকমা। এর মধ্যে দিলীপ কুমার চাকমাকে বিপুল ভোটে হারিয়ে মামুনুর রশিদ নির্বাচিত হন। এতে ১২ জন ওয়ার্ড মেম্বারের মধ্যে ৫ জন বাঙালি এবং ৭জন উপজাতি নির্বাচিত হন।
নির্বাচনের পর চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী দিলীপ কুমার চাকমা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পুনঃনির্বাচনের দাবিতে আদালতে রীট করায় নির্বাচন কমিশন নির্বাচিত চেয়ারম্যানের গেজেট প্রকাশ করেনি। পরবর্তিতে গত ১০ নভেম্বর নির্বাচিত ওয়ার্ড সদস্যদের গেজেট প্রকাশ করলে নির্বাচনের প্রায় ছয় মাসের মাথায় নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।
এদিকে মামুনুর রশিদের জয় মেনে নিতে না পেরে এবং পাহাড়িদের আঞ্চলিক একটি সংগঠনের চাপে বাকি সদস্যরা শপথ নিতে আসেনি বলে জানান শপথ গ্রহণকারী সদস্যরা।

আরও পড়ুন