বান্দরবানে নানা আয়োজনে পালিত হচ্ছে শিশু দিবস । শিশু দিবস উপলক্ষে রবিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিজ বাসভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান করেন। পরে শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন। মন্ত্রীর নিজ বাসভবনে অনুষ্ঠানের আয়োজন করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজু বড়ুয়া, সঞ্চালক হিসেবে ছিলেন আশীষ বড়ুয়া । এসময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য সিং ইয়ং ম্রো, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক এনএ জাকির সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র ছাত্রীরা। পরে রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। প্রতি বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে শিশু দিবস হিসেবে সারাদেশে পালন করা হয় ।