বর্তমান সরকার শিক্ষাবান্ধব, আর শিক্ষার উন্নয়নে সরকার পার্বত্য এলাকার প্রতিটি বিদ্যালয়ে নানা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্রী নিবাসের উদ্বোধন কালে একথা বলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
মঙ্গলবার সকালে জেলা সদরের মেঘলায় অবস্থিত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রী নিবাসের উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট অফিসের নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল আজিজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মজিদসহ শিক্ষা প্রতিষ্টানটির বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা। পরে কলেজের হলরুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।