ক্রেডিট ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনা কমিটি উদ্যোগের শনিবার সকাল ১০টা বলিপাড়া ইউনিয়নের কমপ্লেক্স ভবনটি হয়ে উঠে সদস্যদের আনাগোনায় মুখরিত। ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটি সভাপতি যোশুয়া ত্রিপুরা সভাপতিত্ব করেন। বার্ষিক সাধারণ সভায় কারিতাস বান্দরবান জেলা দায়িত্বপ্রাপ্ত কর্মসূচী কর্মকর্তা রেমং আসাম প্রধান অতিথি,কারিতাসের সম্মানিত সমাজ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালনা কমিটি অন্যত্বম সদস্য সাধুরাম ত্রিপুরা, ক্যশৈপ্রæ মারমা ( খোকা),উইলিয়াম ত্রিপুরা,মানুমে মারমা,কারিতাসের হিসাব কর্মকর্তা উথাইয়াইন রাখাইন, জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ক্যনুমং মারমা, সম্মনিত সমাজ উন্নয়ন প্রকল্পের থানচি উপজেলা সম্মনয় কমিটি সভাপতি মংবোওয়াংচিং মারমা, সাবেক ইউপি চেয়ারম্যান ক্যসাউ মারমা, সমাজকর্মী বাদুরাম ত্রিপুরা প্রমূখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাস বাংলাদেশ এর সহযোগীতায় সমাজ কর্মী যোশুয়া ত্রিপুরা, ডলু পাড়া নিবাসী চশৈপ্রæ মারমা ও তাদের ১০/১২জনের প্রচেষ্টায় ২০১৫ সালে চিন্বুক ক্রেডিট ইউনিয়ন নামে অরাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান শুভ যাত্রা করেন । যাত্রা শুরুতেই ১১টি পাড়ায় ২ শত সদস্য স্বতষ্ফুর্ত অংশ গ্রহনের মধ্য দিয়ে বর্তমানে সদস্য সংখ্যা ৩শত ৫৫জন ।