বলিপাড়ায় জেলা পরিষদের ভিজিএফ চাল পেল ২৩০ পরিবার

বন্যা পাহাড় ধস,ভূমি ধসসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ও হত দরিদ্র ২৩০ পরিবারের মাঝে ২০ বিশ কেজি করে ভিজিএফ চাল বরাদ্ধ দিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান ক্যশৈহ্লা। বান্দরবানে থানচি উপজেলা বলীপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনের এ ভিজিএফ চাল বিতরণ করা হয় ।

NewsDetails_03

আজ ররিবার (১৮ই আগস্ট) বেলা সকালে চাল বিতরনের সময় উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং র্মামা, বলীপাড়া ইউপি আঃ লীগের সভাপতি ও সাবেক ইউপি মেম্বার সাথুইখয় র্মামা, ইউপি চেয়ারম্যান জিয়াঅং র্মামা, ইউপি মেম্বার কংহ্লাঅং র্মামা, আকতার হোসেন,উম্যামং র্মামা,অংসানু র্মামা,অংসিংম্যা র্মামা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মার্মা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, জননেত্রী শেখ হাসিনা সরকার মানেই উন্নয়নের সরকার, জনগনের সরকার,গরীব মেহনতি মানুষের সরকার। আওয়ামী লীগ সব সময় গরীব মেহনতি মানুষের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।

আরও পড়ুন