বলিবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

purabi burmese market

বলিবাজারে  ”মাহা ওয়াগ্যোই পোওয়ে” উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বলিবাজারে ”মাহা ওয়াগ্যোই পোওয়ে” উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বান্দরবানে থানছি উপজেলা ৪নং বলিপাড়া ”মাহা ওয়াগ্যোই পোওয়ে” উপলক্ষ্যে ৩৩ বিজিবির কর্তৃক আয়োজিত সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা শনিবার অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ অক্টোবর টুর্নামেন্টটি শুরু হয়, উক্ত টুর্নামেন্টে ৯টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় সূর্যদয় র্স্পোটিং ক্লাব ট্রাইবেকারে ৮-৭ গোলে ব্যাচালর র্স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষের বলিবাজার ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩ বিজিবি অধিনায়ক লেঃকর্নেল হাবিবুল হাসান(পিএসসি),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর:রুহুল আমিন(পিএসসি),৩৩ বিজিবি মেডিক্যাল অফিসার মো:জুনাঈদ হোসেন,বলি বাজার জামের মসজিদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো:নুরুল ইসলাম, বলিবাজার ইউপি সদস্য মো:আক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কালাম সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী নিহার বিন্দু চাকমা ,দোলন দাসসহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন বলিবাজার ইউপি সচিব মংওয়েসিং মারমা।
অনুষ্ঠান শুরুতে বিভিন্ন নাচ-গান ও সাংস্কৃতিক মাধ্যমে অনুষ্ঠানটি শনিবার বলীবাজার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে খেলাটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।