গত ৬ অক্টোবর টুর্নামেন্টটি শুরু হয়, উক্ত টুর্নামেন্টে ৯টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় সূর্যদয় র্স্পোটিং ক্লাব ট্রাইবেকারে ৮-৭ গোলে ব্যাচালর র্স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষের বলিবাজার ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩ বিজিবি অধিনায়ক লেঃকর্নেল হাবিবুল হাসান(পিএসসি),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর:রুহুল আমিন(পিএসসি),৩৩ বিজিবি মেডিক্যাল অফিসার মো:জুনাঈদ হোসেন,বলি বাজার জামের মসজিদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো:নুরুল ইসলাম, বলিবাজার ইউপি সদস্য মো:আক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কালাম সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী নিহার বিন্দু চাকমা ,দোলন দাসসহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন বলিবাজার ইউপি সচিব মংওয়েসিং মারমা।
অনুষ্ঠান শুরুতে বিভিন্ন নাচ-গান ও সাংস্কৃতিক মাধ্যমে অনুষ্ঠানটি শনিবার বলীবাজার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে খেলাটি অনুষ্ঠিত হয়।