শিক্ষা অফিস সুত্র থেকে জানা যায়, বাঘাইছড়ি উপজেলা শিক্ষা অফিসারের প্রতিবেদন মোতাবেক উপজেলার ছয়নাল ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ফারুক আহমদ তালুকদার তালুকদারকে একটি মামলায় গত ২৭ মার্চ পুলিশ কর্তৃক আটকের পর জেল হাজতে প্রেরণ করায় বিএসআর পার্ট-১ এর ৭৩ নং বিধির নোট-২ মোতাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের অনুমোদন নিয়ে বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গতঃ গত ২৭ মার্চ শহরের বনরুপার শেভরণের সামনে এক দম্পতির হামলা চালায় বিপু তালুকদার। এ ঘটনায় মামলা দায়ের করে ওই দম্পতি। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। দীর্ঘ অনেক বছর অভিযুক্ত বিপু বিদ্যালয়ে না গিয়ে বর্গা শিক্ষকের মাধ্যমে চাকরী করে আসছে। এছাড়াও, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে বিপু নানা ধরণের অপকর্ম করে আসছে বলেও অভিযোগ রয়েছে।