বাংলাদেশ কারাতে ফেডারেশনের পক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ কারাতে ফেডারেশনের কর্মকর্তারা।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে কারাতে ফেডারেশনের পক্ষ থেকে এই শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি, দুদক কমিশনার মোজাম্মেল হক, ফেডারেশনের সাধারণ সম্পাদক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।
এসময় আরো উপস্থিত ছিলেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহেদা সুলতানা ও পুলিশ সুপার শাহেদুর রহমান খানসহ অনেকে। এসময় সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে নিরবতা পালন করেন নেতৃবৃন্ধরা।