বাংলাদেশ নারী ফুটবল দলকে মন্ত্রী বীর বাহাদুরের অভিনন্দন

purabi burmese market

নেপালকে হারিয়ে ওমেন্স সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মত টুর্নামেন্টের শিরোপা জিতায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।

এছাড়াও তিনি বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

প্রসঙ্গত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি একজন জনপ্রিয় ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি বাংলাদেশ ফুটবল রেফারী এসোসিয়েশনের সভাপতি ছিলেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।