বাংলাদেশ নারী ফুটবল দলকে মন্ত্রী বীর বাহাদুরের অভিনন্দন

নেপালকে হারিয়ে ওমেন্স সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মত টুর্নামেন্টের শিরোপা জিতায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।

NewsDetails_03

এছাড়াও তিনি বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

প্রসঙ্গত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি একজন জনপ্রিয় ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি বাংলাদেশ ফুটবল রেফারী এসোসিয়েশনের সভাপতি ছিলেন।

আরও পড়ুন