বাংলায় ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড না লেখায় রাজধানীর গুলশান এলাকার ১০টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে গুলশান-১ নম্বর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে লাইটিং প্যালেস, ইউনি রয়েল সিকিউরিটি লিমিটেড, নিউ কুইন পার্ল, নাভানা শপিং কমপ্লেক্স, সিলভার টাওয়ার, ঢাকা কালার পয়েন্ট, গ্রাম সিকো, ইউরো এশিয়া, প্রিয় ও ডায়মন্ড গ্যালাক্সিকে জরিমানা করা হয়।
এ অভিযানে ওই প্রতিষ্ঠানগুলোর সাইনবোর্ড ছাড়াও আরও পাঁচটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড অপসারণ করা হয়।
এ সময় ডিএনসিসির প্যানেল মেয়র সদস্য-৩ আলেয়া সারোয়ার ডেইজি উপস্থিত ছিলেন। তিনি জানান, সাইনবোর্ডে বাংলা লেখা নিশ্চিত করতে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।