বাইশারীতে ধানে পোকার আক্রমন : বিপাকে কৃষকরা

NewsDetails_01

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পোকার আক্রমনে নষ্ট হয়ে যাওয়া আমন ধান
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পোকার আক্রমনে নষ্ট হয়ে যাওয়া আমন ধান
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে আমন ধানে পোকার আক্রমন দেখা দিয়েছে। ফলে মওসুমের শেষে এসে ধান পাকার মূহুর্তে পাতা লাল হয়ে যাওয়া, মাজরা ও পাতা মোড়ানো পোকা আক্রমন করায় কৃষকরা পড়েছেন বিপাকে।
ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, ধানের গোছা যখন কালো হয়ে মোটা হতে শুরু করছে তখনই পাতা মোড়ানো পোকা ও মাজরা পোকা আক্রমন শুরু করেছে। বাজারের কীটনাশক গুলো ভেজাল হওয়ায় ছিটিয়েও তেমন লাভ হচ্ছে না।
এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক জানান, বাজারে যেসব কীটনাশক পাওয়া যাচ্ছে, তা পোকা দমনে দমনে কার্যকর নয়। বেশি লাভের আশায় অসাধু সার ব্যবসায়ীরা নি¤œমানের কীটনাশক বিক্রি করছেন।
স্থানীয় কৃষক আব্দু সালাম জানান, এমনিতেই কৃষি জমি হ্রাস হওয়ার পথে, যে যেখান থেকে পারছে ফসলি জমি ভরাট করছে। অল্প জমি বর্গা নিয়ে চাষ করেছি, ধান ঘরে তোলার পূর্ব মূহুর্তে ফসলি জমিতে পোকার আক্রমনে হতাশ হয়ে পড়েছি।
এ বিষয়ে বাইশারীর দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল আলম পোকা আক্রমনের বিষয়টি স্বীকার করে বলেন, ধানক্ষেতে পোকা আক্রমন করতেই পারে,তবে এ ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে।

আরও পড়ুন