বাইশারীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার দুপুর ২টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড শিয়া পাড়া গহীন অরণ্য থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, বাইশারী ইউনিয়নের বাসিন্দা ছৈয়দ আহমদের পুত্র মো: তৈয়ব (৩০)।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মোজাম্মেল হক বলেন, তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবু মুসা নির্দেশে গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্সসহ তাকে বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি সিআর মামলা রয়েছে। যার মামলার নং- ৩৫/২০১৪।
এ বিষয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আবু মুসা জানান, গ্রেফতারকৃত ব্যক্তি নারী নির্যাতন মামলার পলাতক আসামী। পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে গ্রেফতারকৃত মো: তৈয়ব বাইশারী তদন্ত কেন্দ্রের হাজতখানায় পুলিশের হেফাজতে রয়েছে। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার বান্দরবান আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন