বান্দরবান এলজিইডি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নে ৪৭কোটি টাকার ৬টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর ) সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী ইউনিয়নের অলীক্ষ্যং ৩ ওয়ার্ডে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রকল্পগুলোর মধ্যে বান্দরবান এলজিইডির ৪৬ কোটি ৩২ লাখ ৭৬ হাজার টাকা,এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৩২ লক্ষ টাকা।
এসব প্রকল্প উদ্বোধন শেষে বাইশারী ইউনিয়নে অলীক্ষ্যং পুলিশ ক্যাম্প মাঠে জনসাধারণের সাথে মতবিনিময় সভায় যোগ দেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

মতবিনিময় সভায় পার্বত্যমন্ত্রী বলেন,পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি বাইশারী অলীক্ষ্যং এলাকায় যোগাযোগ, স্বাস্থ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে উন্নয়নের জোয়ার বইছে, আর এর সুফল পাচ্ছেন স্থানীয় জনগণ।
মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন,পার্বত্যঞ্চলে উন্নয়ন কার্যক্রমের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক, তাই আলিক্ষ্যংবাসীর চিন্তার কিছুই নেই, এলাকায় সব ক্ষেত্রেই উন্নয়ন সাধিত হচ্ছে এবং আগামীতেও চলমান থাকবে।
তিনি আরও বলেন, বান্দরবান জেলার মসজিদ, ক্যায়াং (বিহার), মন্দির, গির্জা, কবরস্থান, শ্মশানসহ সকল প্রকার উন্নয়ন বাস্তবায়ন ও নির্মাণ করে সব ধর্মের মানুষের কল্যাণে সহযোগিতা করে যাচ্ছে সরকার, এই সময় মন্ত্রী শান্তি সম্প্রীতি অটুট রেখে তা আগামীতেও বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
পার্বত্য মন্ত্রী মতবিনিময় সভা শেষে অসহায় দুঃস্থ মানুষের মাঝে কম্বল, সৌর বিদ্যুৎ, ছাগল ও কৃষকদের ধানের বীজ বিতরণ করেন।
এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।