বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ হাজার দুইশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১৭মে) সকালে বাইশারী বাজারের বিভিন্ন দোকান মনিটরিং করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল। ওই সময় ভোক্তা অধিকার আইন না মানায় ও মূল্য তালিকার চেয়ে দ্রব্যমুল্যের দাম বেশী নেওয়ায় দুই মুদি দোকানিকে ৭ হাজার টাকা ও পণ্যের গায়ে মূল্য ঘষা মাজা করায় ইয়াছমি স্টোরকে ২হাজার টাকা এবং ৩টি মোটরসাইকেল আরোহীর হেলমেট ও রেজিস্ট্রেশন না থাকায় ১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেল বলেন, লক ডাউরে পর থেকে উপজেলার হাট-বাজারের দোকানগুলো মনিটরিং করা হচ্ছে । এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে কিনা সেটিও দেখা হচ্ছে।