বাইশারীবাসীকে বীর বাহাদুরের উপহার প্রদান

প্রতিমন্ত্রী বীর বাহাদুর এর উপহার প্রদান করেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র বিশেষ বরাদ্ধ থেকে উপহারস্বরুপ আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬টি সৌর প্যানেল, অসহায় কৃষকদের মাঝে ৪০টি স্প্রে মেশিন ও হতদরিদ্র মহিলাদের মাঝে ৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম। এছাড়াও ইউপি সদস্য আব্দুর রহিম, শাহাব উদ্দিন, আবুল হোসেন, আনোয়ার সাদেক, নুরুল আজিম, সাবেকুন্নাহার, সেলিনা আক্তার বেবীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এসময় ইউপি চেয়ারম্যান মোঃ আলম বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি খাত ও নারী উন্নয়নের জন্য নানা প্রকার প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি ইউনিয়নে সরকার কাজ করে যাচ্ছে।
এছাড়া তিনি আরো বলেন, সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় উক্ত বিশেষ বরাদ্ধ থেকে ইতিমধ্যেই ইউনিয়নের ৩টি বৌদ্ধ মন্দিরের শৌচাগার নির্মাণ, ৩টি শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার ও ৩টি সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন